সীতাকুণ্ডে যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা মো. মাসুদ হত্যা মামলার পলাতক আসামি লুৎফর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার লুৎফুর রহমান সীতাকুণ্ড থানাধীন ছিন্নমূল এলাকার মৃত মাওলানা আবুল বশরের ছেলে।

সোমবার(১০ মার্চ) দিবাগত রাত পৌণে ২টায় নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, নিহত মাসুদ সীতাকুণ্ডের ৫ নম্বর ছিন্নমূল এলাকায় ইট, বালু, কংক্রিটের ব্যবসা করে আসছিলেন। ব্যবসা নিয়ে কামরুল হাসানসহ আরও প্রায় ১৩/১৪ জন দীর্ঘদিন ধরে তাকে ব্যবসা না করার জন্য হুমকি দিয়ে আসছিল। এ ঘটনার রেশ ধরে গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় কামরুল হাসার প্রকাশ রিদোয়ান তার অন্যান্য সহযোগীরসহ মাসুদের বসতঘরে ঢুকে তাকে তুলে নিয়ে জঙ্গল ছলিমপুর ছিন্নমূল সাকুল মাঠে নিয়ে যায়। পরে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে আহত করে। শেষে তারা এলাকায় গুলি করে ভয় সৃষ্টি করে। কামরুল হাসান মাটিতে লুটিয়ে পড়লে মৃত ভেবে তারা পালিয়ে যায়। পরে আহত মাসুদকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, এ মামলার একজন আসামি খুলশী থানাধীন আমবাগান এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত অভিযান চালিয়ে লুৎফর রহমান নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাকে সীতাকুণ্ডে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, র‌্যাব-৭ টিমের গ্রেপ্তারকৃত আসামিকে থানায় হস্তান্তর করেছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।