চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব উরকিরচর গ্রামের বিশিষ্ট সমাজসেবক এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহ্ বিএম লাকি গ্যারেজের স্বত্বাধিকারী মোহাম্মদ লোকমান হাকিম চৌধুরী ইন্তেকাল করেছেন। বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
মরহুম মোহাম্মদ লোকমান হাকিম চৌধুরী ছিলেন মরহুম আলহাজ্ব নজির আহমদ চৌধুরী প্রকাশ ডবল হাজীর বড় পুত্র, এবং বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ্ব আবু মোহাম্মদ চৌধুরীর প্রথম সন্তান। তিনি ছয় ভাই ও তিন বোনের মধ্যে সবার বড় ছিলেন। তাঁর ছোট ভাইদের মধ্যে রয়েছেন সাংবাদিক লায়ন মোহাম্মদ ওসমান চৌধুরী।
দীর্ঘ কয়েক বছর ধরে আরব আমিরাতে ব্যবসায় পরিচালনার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কার্যক্রমে নিজেকে যুক্ত রেখেছিলেন। প্রবাসে থেকেও তিনি নিজ গ্রামের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতেন। তাঁর অকস্মাৎ মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
লোকমান হাকিম চৌধুরী ছিলেন একজন সজ্জন, বিনয়ী ও সদালাপী ব্যক্তি। তিনি সারা জীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তাঁর চলে যাওয়া রাউজানের সমাজসেবামূলক কর্মকাণ্ডে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।
মরহুমের নামাজে জানাজা বুধবার রাত ১১ টায় রাউজান উপজেলার পূর্ব উরকিরচর লাল মিয়া চৌধুরী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলকে জানাজায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।