বোয়ালখালীতে ৩২ হাজার ৩২৩ জন শিশু পাবে ভিটামিন ‘এ” প্লাস ক্যাপসুল

বোয়ালখালীতে ২৪১টি কেন্দ্রে ৩২ হাজার ৩২৩ জন শিশুকে  খাওয়ানো হবে ভিটামিন ‘এ” প্লাস ক্যাপসুল। শনিবার (১৫ মার্চ) দিনব্যপী সব কেন্দ্রে এক যোগে পালিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে অবহিত করণ ও পরিকল্পনা সভা।

উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কানিজ ফাতেমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন আকতার হিমু,  কনসালট্যান্ট ডা. রাজশ্রী চৌধুরী,  আরএমও ডা. সুফিয়ান, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. তোফায়েল, থানার অফিসার ইনচার্জ ওসি মো.গোলাম সরোয়ার, শিক্ষা কর্মকর্তা মো হারুন অর রশিদ, প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, স্বাস্থ্য পরিদর্শক পরিতোষ বড়ুয়া ও জেলা এসএমও ডা. মো. আবুল কালাম।

এ সময় এমটিআইপি জিহাদ বাবলু,  ইসলামি ফাউন্ডেশন, স্কাউটস, বিএনসিসি, এনজিও কর্মকর্তা, স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।

ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, বোয়ালখালীতে এবার ৩২ হাজার ৩২৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।  ক্যাম্পেইন চলাকালীন উপজেলার ২৪১টি কেন্দ্রে  ৬-১১ মাস বয়সী শিশুকে  একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল  ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে  একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগে এ ক্যাম্পেইন সফল করতে হবে। এ বয়সের কোন শিশু যাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহবান জানান তিনি।