মিরসরাইয়ের ওয়াহেদপুরে ইফতার ও দোয়া মাহফিল

মিরসরাই উপজেলার মধ্যম ওয়াহেদপুর এলাকাবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৪ মার্চ) বিকেলে হামিদ আলী ভূঁইয়া জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির সাবেক যুগ্ম সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান।

বিশিষ্ট আইনজীবি মো. কামাল উদ্দিন শাহীনের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন সাহেরখালী হাবিবিয়া দাখিল মাদরসার সুপার মাওলানা আনোয়ারুল্লাহ আল মামুন, বড়দারোগাহাট মাদরাসা সুপার মাওলানা সফিকুল কাদের, ওয়াহেদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম, হামিদ আলী ভূঁইয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জহির উদ্দিন মো. হুমায়ুন, সেক্রেটারি এম মাঈন উদ্দিন, মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান, জামায়াত নেতা হাফেজ মো. ইলিয়াছ, মাওলানা আনোয়ার হোসেন।