মিরসরাইয়ের তিন ইউনিয়নের ৫ হাজার রোজাদার নিয়ে বিএনপির ইফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির তিন ইউনিয়নের সৌজন্যে ৫ হাজার রোজাদারদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে ১১ নম্বর মঘাদিয়া, ১২ নম্বর খৈইয়াছড়া ও ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের সমন্বিত উদ্যোগে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবি আলেম-ওলামা দুস্থ ও শ্রমজীবীসহ সর্বস্তরের জনসাধারণের সম্মানে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতারপূর্ব আলোচনা সভায় ইফতার মাহফিল আয়োজক কমিটির আহবায়ক সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মুসা চেয়ারম্যানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। প্রধান বক্তার বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজি, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদরুল আলম বদরুল, সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা কৃষক দলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফুল প্রমুখ।

এসময় প্রধান অতিথি নুরুল আমিন চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, এই আন্দোলন বিএনপির ফসল, আমরা আন্দোলন করেছি খুনি হাসিনার পতনের, আমরা আন্দোলন করেছি গনতন্ত্র প্রতিষ্ঠা করার। আন্দোলন করেছি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য, অন্তবর্তিকালীন সরকার বিএনপির আন্দোলনের ফসল। আমাদের দল রাষ্ট্রের কথা চিন্তা করছে, জনগণের কথা চিন্তা করছে, আপনারা নির্বাচন দেন, নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নিবে না এই দেশের জনগন। আজ ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে। হাসিনা এদেশের মানুষের উপর অন্যায় অত্যাচার মামলা হামলা জুলুম নির্যাতন করেছে দীর্ঘ ১৬ বছর।

সব শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও দেশের মানুষের কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করেন আবুতোরাব ফাজিল মাদরাসার আরবী প্রভাষক আবু জাফর নিজামী।