‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ জয়া

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার আগে কলকাতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’। সোমবার সন্ধ্যায় জে ডব্লিউ ম্যারিয়ট হোটেল পরিণত হয়েছিল তারকাদের ফ্যাশন প্রদর্শনীতে। আর এ মঞ্চেই বিশেষ স্বীকৃতি পেলেন বাংলাদেশের গুণী অভিনেত্রী জয়া আহসান। ঐতিহ্য ও গ্ল্যামারের মেলবন্ধনে ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কারটি অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

এদিন রেড কার্পেটে নজর কাড়েন জয়া, যিনি পরেছিলেন বাংলাদেশের ডিজাইনার সানায়া চৌধুরীর ডিজাইনে তৈরি জলপাই রঙের সাইনি সিল্ক হাইস্লিট গাউন। গ্ল্যামার ও সাবলীলতার অপূর্ব মিশেলে জয়াকে দেখাচ্ছিল অনন্য।

পুরস্কার পাওয়ার পর আনন্দভরা কণ্ঠে জয়া তার অনুভূতি ভাগ করে নেন সমাজমাধ্যমে। হাতে পুরস্কার ধরে তোলা কিছু ছবির সঙ্গে তিনি লেখেন, ‘এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার সম্মাননা পেয়ে আমি অভিভূত। ফিল্মফেয়ারের পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা। এটি আমার দীর্ঘ পথচলায় এক নতুন পালক হিসেবে যুক্ত হলো।’

প্রসঙ্গত, ভারতীয় সিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বলিউডের পাশাপাশি টলিউডেও ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ অনুষ্ঠিত হয়, যেখানে জয়া আহসান নিয়মিত নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। এ বছর ‘ভূতপরী’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন। আগের সাতবারের মনোনয়নের মধ্যে চারবার পুরস্কার ঘরে তুলেছেন তিনি।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশের আরও দুই গুণী অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীও মনোনয়ন পেয়েছেন। টলিউডের আসরেও বাংলাদেশের শিল্পীদের উজ্জ্বল উপস্থিতি এবারও প্রমাণ করছে দুই বাংলার সংস্কৃতির মেলবন্ধন আরও দৃঢ় হচ্ছে।

সর্বশেষ