চট্টগ্রামের বোয়ালখালীতে ১১টি মসজিদের অর্ধশতাধিক ইমাম-মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বাদ জোহর উপজেলার কালাইয়ার হাট আল-ফালাহ্ জামে মসজিদে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ উপহার সামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এমদাদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মনজুর মোর্শেদ, মাওলানা নুরুল ইসলাম রহিমী, মো. আবুল বশর, সাংবাদিক এম এ মন্নান, কাজী শাহী এমরান কাদেরী, মাওলানা আবদুল জলিল, ক্বারী মাওলানা জামাল হোসেন, মাওলানা তাজুল ইসলাম ও হাফেজ মাওলানা নাছির উদ্দিন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এমদাদুল ইসলাম বলেন, নিজের উপার্জিত অর্থের কিছু অংশ সমাজের উন্নয়নে সংগঠনের মাধ্যমে এলাকার মানুষদের জন্য দিয়ে আসছি। প্রতি বছরের ন্যায় এবারও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার হিসেবে নগদ হাদিয়াসহ লুঙ্গি প্রদান করা হয়েছে।