চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বাংলাদেশের একমাত্র মৎস্য হেরিটেজ হালদা নদী পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাটস্থ হালদা চত্বরে আসেন।
পরিদর্শনকালে তিনি স্থানীয় ডিম সংগ্রহকারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে পশ্চিম গহীরা হ্যাচারিতে হালদা নদীতে নিজস্ব উৎপাদিত রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করেন এবং আইডিএফ পরিচালিত হ্যাচারি পরিদর্শন করেন। হালদায় রুইজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রের প্রাক-প্রজননকালীন পরিবেশ এবং সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করাই ছিল এই পরিদর্শনের মূল উদ্দেশ্য।
পরিদর্শনের শুরুতে মদুনাঘাট এলাকায় বিভাগীয় কমিশনারকে স্বাগত জানান আইডিএফ-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া।
এ সময় চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, হালদা প্রকল্পের পরিচালক মিজানুর রহমান, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ, রাউজান ও হাটহাজারী উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দসহ আইডিএফ-এর প্রশাসনিক কর্মকর্তা আবু নাছের কিরণ, তারেকুল ইসলাম তারেক, নুরুল হাকিম, ফয়েজ রাব্বানিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।