অবশেষে বিয়ে করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। পর্দায় নয়, বাস্তবে বিয়ে করেছেন তিনি। শুক্রবার (৪ এপ্রিল) জুমার নামাজ শেষে তিনি জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বলে জানান।
শামীম হাসান সরকার বলেন, এবার গল্পে নয়, সত্যি সত্যি বিয়ে করেছি। দুই পরিবারের উপস্থিতিতে আজ (শুক্রবার) আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
পাত্রী মিডিয়ার কেউ নন। বিয়ে নিয়ে আপাতত এর বেশি কিছু বলতেও নারাজ এই অভিনেতা। শুধু বললেন, সময় নিয়ে বিস্তারিত বলবো। সবাই নতুন জীবনের জন্য দোয়া করবেন।
এর আগে একাধিকবার বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন শামীম হাসান সরকার। তবে সে সময় জানিয়েছিলেন পর্দায় বিয়ে করেছেন, বাস্তবে নয়। কয়েক মাস আগে জাগো নিউজে তিনি জানিয়েছিলেন, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই বিয়ে করবেন। অবশেষে বিয়ে করলেন এ অভিনেতা।