উত্তর হাটহাজারী প্রবীণ বিএনপির উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় বিএনপি নেতা ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেন, ‘আব্দুল্লাহ আল নোমান ছিলেন বাংলাদেশের রাজনীতির প্রাণপুরুষ এবং রাজনীতিবিদদের রাজনৈতিক শিক্ষক। তার মতো গুণী নেতার শূন্যতা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
মির্জাপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ স্মরণসভায় মাসুম আরও বলেন, ‘নোমান সাহেব কেবল রাজনৈতিক নেতা ছিলেন না, ছিলেন একজন সংগঠক, প্রগতিশীল চিন্তার ধারক এবং সমাজসেবক। তিনি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী। বিএনপির শুরু থেকেই চট্টগ্রামে দলকে সুসংগঠিত করতে তাঁর ভূমিকা ছিল অনন্য।’
তিনি জানান, ‘স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা, বেগম খালেদা জিয়ার প্রতি তাঁর আনুগত্য এবং দেশের শিক্ষা, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে অবদান তাঁকে অমর করে রাখবে।’
স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা মুহাম্মদ আবুল হাশেম মাস্টার এবং সঞ্চালনা করেন প্রবীণ নেতা ওবাইদুল আকবর।
সভায় আরও বক্তব্য রাখেন প্রবীণ বিএনপি নেতা মো. সুলতানুল আলম চৌধুরী, মুহাম্মদ জাহাঙ্গীর মেম্বার, মাওলানা মুহাম্মদ নাসির আহমদ, হাজী মুহাম্মদ আবুল বশর, মুহাম্মদ নুরুল ইসলাম বাচা, সাবেক সেনা কর্মকর্তা মো. ছদরুল আলম, মো. জসিম উদ্দিন, মুহাম্মদ শামসুল আলম, মুহাম্মদ জামাল উদ্দিন, মো. শাহ্ আলম, মো. আলী আজম মেম্বার, যুবদল নেতা মো. জাহেদ, মোঃ মোর্শেদুল আলম, মো. আমির হোসেন ও মুহাম্মদ আব্দুল মালেক।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ হাটহাজারীর প্রয়াত বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করা হয়।