রাঙ্গুনিয়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়ায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় উম্মে হাবিবা তানহা (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। উম্মে হাবিবা তানহা একই এলাকার প্রবাসী মো. মোর্শেদ আলমের স্ত্রী বলে জানা গেছে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছাদেকের পাড়ায় শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে তানহা শ্বশুরবাড়িতে রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমাতে যান। সোমবার সকালে তার শাশুড়ি নাস্তার জন্য ডাকতে গেলে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এসময় জানালার গ্রিলে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সর্বশেষ