হাটহাজারীতে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বরণ উপলক্ষে উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে। সোমবার (১৪ এপ্রিল) এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান এর নেতৃত্বে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, পান্তা ভাত পরিবেশন, হাসপাতাল, শিশু পরিবারে উন্নত মানের খাবার পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাড়ি ভাঙা প্রতিযোগীতা, মোড়ক লড়াই ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের এর আয়োজন করা হয়।
উপজেলা বি এন পির পক্ষ থেকে বাংলা নববর্ষ বরন উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক( চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এর নেতৃত্বে উপজেলা সদরের প্রধান সড়কে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তাছাড়া মধ্যম মার্দাশা সার্বজনীন শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের পক্ষ থেকে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করেন।