হাটহাজারীতে যুবদল নেতাকে শোকজ

হাটহাজারীতে যুবদল নেতাকে শোকজ

হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেয়া হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে এ সংক্রান্ত উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব এর নির্দেশক্রমে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার কারণে তার (মোহাম্মদ সাইফুল ইসলাম) বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবেনা, তা আগামী ০৩ (তিন) দিনের মধ্যে হাটহাজারী পৌরসদরস্থ দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক ফকরুল হাসান, ও সদস্য সচিব নুরুল কবির তালুকদার এর সম্মুখে স্বশরীরে উপস্থিত হয়ে মৌখিকভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালের দিকে উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।