হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত উপজেলা ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ মে) বিকাল ৪ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংস্কার সভাপতি এবিএম মশিউজ্জামান বেলুন উড়িয়ে উদ্বোধনী খেলার শুভ উদ্বোধন করেন।
এতে সভাপতিত্ব করেন, সংস্থার সদস্য সচিব যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহ-ই -জাহান। সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও অ্যাডহক কমিটির সদস্য আছলাম মোর্শেদ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,সংস্থার সদস্য মুজিবুল আলম চৌধুরী, মো.আবদুল মন্নান দৌলত, খোরশেদ আলম শিমুল, সামিন রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শরীফ,হাটহাজারী উপজেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো.মনিরুল ইসলাম চৌধুরী, মো.জাফর, জাগৃতির সভাপতি, সম্পাদক মো.ওসমান ও মো. সোহেল রানা, খেলোয়াড় সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন সোহেল, সাবেক সভাপতি নিলু কুমার দাস,শাহেদুল আলম শাহীন, সেলিম চৌধুরী মানিক, কামালপাড়া যুব সংঘের সাবেক সভাপতি রেজাউল করিম বাবু, গিয়াস উদ্দিন সুজন, হোসেন মেহেদী,আব্দুল হালিম, মো.নাজিম, মো. এসকান্দর, মো.মঞ্জু।
উদ্বোধনী খেলায় ‘মির্জাপুর ওবাইদুল্লা নগর একাডেমীর’ সাথে প্রতিদন্দিতা করে হাটহাজারী খেলোয়াড় সমিতি ৪-১ গোলে জয়লাভ করেন। শনিবার হাটহাজারী স্পোর্টস ক্লাব বনাম মির্জাপুর মিতালী সংঘ খেলা অনুষ্ঠিত হবে।