হাটহাজারীতে পবিত্র বুদ্ধ পূর্ণিমা উদযাপনের ব্যাপক প্রস্তুতি

সারা দেশের মতো হাটহাজারীতেও বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহাকারুণিক গৌতম বুদ্ধের জীবনের ত্রি-স্মৃতিবিজড়িত পবিত্র বুদ্ধ পূর্ণিমা উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই মহতী দিনে রাজপুত্র সিদ্ধার্থ গৌতম জন্মগ্রহণ করেন, বোধিজ্ঞান লাভ করেন এবং মহাপরিনির্বাণ লাভ করেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব এই বুদ্ধ পূর্ণিমাকে জাতিসংঘ আন্তর্জাতিক বেসাক দিবস হিসেবে ঘোষণা করেছে।

আগামী রবিবার, ১১ মে, ২৫৬৮ বুদ্ধ বর্ষ উদযাপন উপলক্ষে হাটহাজারী উপজেলার আওতাধীন চৌদ্দটি বৌদ্ধ বিহার ও মন্দিরে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে উপজেলাজুড়ে বৌদ্ধ পল্লিগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজনের সূচনা হবে ভোরবেলা ত্রিপিটকের মঙ্গল বাণী পাঠের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হবে ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, অষ্টশীল ও পঞ্চশীল গ্রহণ, মধ্যাহ্ন ভোজ এবং শীলগ্রহণকারীদের ভোজন। বিকেলে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য বিষয়ক ধর্মীয় আলোচনা সভা, সন্ধ্যায় প্রদীপ পূজা, পূজা উৎসর্গ এবং সমাজ, দেশ ও জাতির কল্যাণ কামনায় সমবেত প্রার্থনার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শেষ হবে।

উপজেলার অন্তর্গত যে বৌদ্ধ বিহার ও মন্দিরগুলোতে এ কর্মসূচি বাস্তবায়ন হবে সেগুলোর মধ্যে রয়েছে মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তি নিকেতন, পশ্চিম ধলই উদালিয়া শান্তি নিকেতন, মির্জাপুর শান্তিধাম ও গৌতমাশ্রম, বালুখালী জগৎজ্যোতি, গুমানমর্দ্দন শান্তি বিহার ও নালন্দা বিহার, গুমানমর্দ্দন আরিয় ওয়াংচা আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র, রুদ্রপুর ধর্মরত্ন বিহার, মীরেরখীল চন্দ্রপুর বেনুবন বিহার, জোবরা গৌবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির, জোবরা সুগত বিহার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্ব শান্তি প্যাগোডা। প্রতিটি বিহারে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় স্ব স্ব বিহারের অধ্যক্ষগণ সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হাটহাজারী বৌদ্ধ কল্যাণ পরিষদের সভাপতি আনন্দ বিকাশ বড়ুয়া এবং সাধারণ সম্পাদক লায়ন অনুপম বড়ুয়া এক যুক্ত বিবৃতিতে দেশবাসী তথা বিশ্ববাসীকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, মহাকারুণিক গৌতম বুদ্ধ অহিংসা ও মৈত্রীর আদর্শ প্রচারের মাধ্যমে বিশ্বের সকল জীবের সুখ ও শান্তির কামনা করেছিলেন। মানুষকে হিংসা, বিদ্বেষ ও লোভ ত্যাগ করে আত্মসংযমের মাধ্যমে নিজের মুক্তি ও সমাজকল্যাণে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিতে আহ্বান জানান।