আজ বিশ্ব মা দিবস!

মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের দিন।১৯০৭ সালের ১২ মে প্রথমবার আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটন শহরে মাদার্স ডে বা বিশ্ব মা দিবস পালিত হয়। এরপর থেকেই মে মাসের দ্বিতীয় রবিবার আন্তর্জাতিকভাবে সারা বিশ্ব মা দিবস পালিত হয়।

মা পৃথিবীর সবচেয়ে নি:স্বার্থ ব্যক্তি, যিনি তার সন্তানদের পৃথিবীতে আসার আগেই ভালোবাসতে শুরু করেন। মা এই শব্দ সাথে মিশে আছে স্নেহ- মমতা, মায়া, ভালোবাসা বন্ধন, একজন মা-ই পারেন সন্তানের মঙ্গল এর জন্য নিজের সর্বস্ব বিসর্জন দিতে।

প্রতিবারের মতো এবারও সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে একইভাবে, বাংলাদেশ ও পালিত হবে বিশ্ব মা দিবস।এ দিনটিতে সন্তানরা কেউ কেউ মা -কে ফুল বা শাড়ি বা মায়ের পছন্দের সামগ্রী উপহার দিয়ে মা – কে খুশি করবেন। কেউবা আবার পরিবার প্রিয়জনদের কে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যাবেন। এই ভাবেই বাংলাদেশের পালিত হয় বিশ্ব মা দিবস।ভালো থাকুক পৃথিবীর সকল মা।