চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদারসহ পাঁচজনকে মাছ লুটের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রাম মহানগর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিদের মধ্যে রয়েছেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, জাহিদুল ইসলাম ও লিটন।
মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর উপজেলার ধামাইর হাট এলাকার একটি পুকুর থেকে দিনে-দুপুরে কয়েক লক্ষ টাকার মাছ লুট করে দুর্বৃত্তরা। পুকুরটির মালিক ও স্থানীয় বিএনপির সভাপতি, সাবেক ইউপি সদস্য মো. কামাল উদ্দিন চট্টগ্রাম আদালতে ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আসামিদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। উল্টো, বাদী অভিযোগ করেন যে, আসামিরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে বিভিন্ন সময়ে হুমকি দেন এবং মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করেন। বাদী কামাল উদ্দিন বলেন, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তারা আমার পুকুর থেকে মাছ লুট করেছে। আমি ন্যায়বিচার চাই। আদালতে জামিন না মঞ্জুর হওয়ায় আসামিদের তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানো হয়। মামলাটির পরবর্তী কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।