খোরমাওয়ালা পশ্চিম পাড়া বায়তূন নূর জামে মসজিদের উদ্বোধন ও দোয়া মাহফিল

মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নে খোরমাওয়ালা পশ্চিম পাড়া বায়তূন নূর জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। নবনির্মিত এ মসজিদটির উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঐতিহ্যবাহী খোরমাওয়ালা গ্রামে আনর আলী পণ্ডিত বাড়ি প্রাঙ্গনে দোয়া মাহফিলে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিরসরাই লতিফি কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিপটন গ্রুপের সিইও ও লায়ন ক্লাবের প্রেসিডেন্ট, এমডি এম মহিউদ্দিন চৌধুরী। এ সময় দুস্থ ও অসুস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীরে সার্বিক তত্বাবধানে ও যুবদল নেতা আজাদ হায়দার রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য দিদারুল আলম চৌধুরী (প্রকাশ দিদার মেম্বার)। এছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসল্লিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোরমাওয়ালা পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদের সভাপতি রবিউল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে মসজিদের গুরুত্ব তুলে ধরে বলেন, ধর্মীয় ও সামাজিক উন্নয়নে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ভবিষ্যতেও মসজিদকেন্দ্রিক সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে দিদারুল আলম চৌধুরী বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি একটি শিক্ষা ও মানবতার কেন্দ্র। তিনি মসজিদের সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মসজিদের কল্যাণ, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মুসল্লিরা নতুন মসজিদের উদ্বোধনে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এর উন্নয়নে সহযোগিতা করার অঙ্গীকার করেন।