চট্টগ্রামের মিরসরাই থেকে দীর্ঘ ২৪ বছর ধরে আত্মগোপনে থাকা এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাইয়ের বারৈইয়ারহাট রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. সাইফুল ইসলাম সেলিম (৪৮), যিনি সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার বাসিন্দা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (জনসংযোগ) এ.আর.এম মোজাফফর হোসেন জানান, ২০০১ সালে ফেনী সদর থানায় অস্ত্র আইনে দায়ের হওয়া একটি মামলায় সেলিমের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ছিল। তবে রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান এবং গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন বিভিন্ন স্থানে লুকিয়ে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর সেলিমকে ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।