সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরীর কাব্যগ্রস্থ দ্বিচারিতা’র মোড়ক উন্মোচন

চট্টগ্রামের অমর একুশে বই মেলায় সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরী কাব্যগ্রন্থ দ্বিচারিতার মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহষ্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বইমেলার অক্ষরবৃত্ত স্টলে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার রিজিওনাল এডিটর এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম করিম কচি।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে স্বাগত বক্তব্য দেন কবি অভীক ওসমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক বিকাশ বড়ুয়া, দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং দৈনিক আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সবুর শুভ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এম নাসিরুল হক, ৭১ টেলিভিশনের বিভাগীয় ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, কাস্টমসের সাবেক সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান জসিম উদ্দিন, রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল এর প্রেসিডেন্ট ইলেক্ট রওশন আক্তার, ব্যবসায়ী ও রোটারিয়ান শাহাবুদ্দিন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক রঞ্জন বড়ুয়া, ফজলুল কাদের, সাংবাদিক সৈয়দ আজমল হোসেন, কবি সুমনা বড়ুয়া, কবি জেসমিন আক্তার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল করিম কচি তার বক্তেব্যে বলেন, “ নতুন বাংলাদেশের জন্ম হয়েছে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে। ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে যে বৈষম্যের অবসান হলো তার পূর্ণ সুফল পেতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে। এ দায়িত্ব শুধু রাজনীতিবিদ বা নীতিনির্ধারকদের নয়, বরং কবি-সাহিত্যিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, বৈষম্য ও সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে লেখকদের সোচ্চার হতে হবে। কারণ সাহিত্যের শক্তি যে কোনো সমাজ পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। লেখনী হতে পারে প্রতিবাদের ভাষা, পরিবর্তনের হাতিয়ার। আমাদের কলম যদি সত্য, ন্যায় ও মানবতার পক্ষে কথা বলে, তবে একদিন আমরা একটি সাম্য ও ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবো।

সভাপতির বক্তব্যে সাংবাদিক ও পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরী কবি শাহাদাৎ হোসেন চৌধুরীর সংগ্রামী চেতনার অনন্য শব্দ চয়নের ভুয়শী প্রশংসা করে বলেন, মানুষের অধিকার ও বৈষম্য বিরোধী চেতনা যেমন গ্রন্থটিতে উপজীব্য হয়েছে তেমনি ভবিষ্যতেও যেন বঞ্চনা অপ্রাপ্তি , স্বপ্নভঙ্গ ও দ্রোহের কথা অব্যাহত থাকে।

মোাড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তরা বলেন, দ্বিচারিতা কাব্যগ্রন্থে শাহাদাৎ হোসেন চৌধুরী মানুষের অন্তর্গত দ্বন্ধ ও সমাজের বহিরঙ্গের বৈপরীত্যের নানা বিষয় তুরে ধরেছেন। জটিল সমাজচিত্র আর জীবনের বিচিত্রতাকে ধারণ করেই রচিত হয়েছে “দ্বিচারিতা” কাব্যগ্রন্থ। ভালোবাসা, দ্বন্ধ, প্রতিরোধ আর জুলাই বিপ্লবের নিহত বীরদের বিরত্বগাঁথা নিয়ে পংক্তিমালা এই কাব্যগ্রন্থকে আরো সমৃদ্ধ করেছে।

প্রসঙ্গত : দ্বিচারিতা শাহাদাৎ হোসেন চৌধুরীর পঞ্চম গ্রন্থ। এটি প্রকাশ করেছে চট্টগ্রামের জনপ্রিয় প্রকাশনা অক্ষরবৃত্ত প্রকাশন্ এর আগে শাহাদাৎ হোসেন চৌধুরীর অশ্রু, বিষ্ময় বালিকা, হনন নামে তিনটি উপন্যাস এবং বিবর্ণ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। শাহাদাৎ হোসেন চৌধুরী দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর সাথে যুক্ত আছেন। তিনি ২০২৪-২৫ রোটারি বর্ষে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল এর প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করছেন।