বোয়ালখালীতে শ্রদ্ধা-ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে বসন্তে ফোটা ফুল শহীদ বেদীতে অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন, বোয়ালখালী পৌরসভা, বোয়ালখালী থানা, বোয়ালখালী প্রেস ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া দিনভর নানা আয়োজনে পালন করা হয় দিবসটি।

উপজেলা প্রশাসন: একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রহমত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা। এসময়  উপজেলা সরকারি দপ্তরের প্রধানগণ ও উপজেলা স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন।

বোয়ালখালী প্রেস ক্লাব:  উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা নিবেদেন করেন বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক মুজাহিদুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সহ-সভাপতি রাজু দে, সহ সম্পাদক পূজন সেন, সাংগঠনিক সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি, অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, নির্বাহী সদস্য এমএ মন্নান, আল সিরাজ ভাণ্ডারী, সদস্য মো.গিয়াস উদ্দিন, এমরান কাদেরী, এসএম রবিউল হোসাইন, মো.হোসাইন মাহমুদ, বাবর মুনাফ, আবু নাঈম ও শাহাদাত হোসাইন জুনাইদী।

উপজেলা বিএনপি :
উপজেলা বিএনপি’র আহবায়ক মো. ইসহাক চৌধুরী’র নেতৃত্বে মিছিল সহকারে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন নেতৃবৃন্দ। এসময় যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা ও পৌরসভা বিএনপির পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ন আহবায়ক মো. নুরুন্নবী চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ্ চৌধুরীসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি নেতা আবুল কালাম আবু’র নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সামশুল ইসলাম, সৈয়দ মোজাম্মেল হক, জুলফিকার ইসলাম, শাহীন চৌধুরী, কাজী কামাল, মো. হারুন, জাহাঙ্গীর আলম খোকন, পল্টু কান্তি বড়ুয়া, যুবদল নেতা মো আবুল হোসেন, মো. কফিল উদ্দিন, মো. জুয়েল মো. ইকবাল প্রমূখ।