বোয়ালখালীতে পোশাক কারখানায় আগুন

চট্টগ্রামের বোয়ালখালীতে এভালন ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় কারখাটির চারতলা ভবনের ওপরের তলায় আগুন লাগে।

খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে কালুরঘাট মোহরা ও পটিয়া ফায়ার সার্ভিসের আরও ৪ ইউনিট প্রায় ১ ঘন্টার অধিক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো আব্দুল্লাহ।

তিনি বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটে কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে ঘটনাস্থলে পৌঁছায়।

এভালন গার্মেন্টস নামের ওই পোশাক কারখানার চারতলায় আগুন লাগে। দ্বিতীয় ও তৃতীয় তলায় শ্রমিকরা কাজ করলেও ওই তলায় শ্রমিকরা কাজ করেন না। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকরা নিচে নেমে গেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ যায়নি। এটি তদন্ত করে জানা যাবে।

এসময় রোভার স্কাউটস, বিএনসিসি ও রেডক্রিসেন্ট সদস্যরাও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগীতা করতে দেখা গেছে।

কারখানার কোয়ালিটি সুপারভাইজর মো. ইব্রাহিম বলেন, “চার তলায় ইবাদতখানা। সেখানে আসরের নামাজ পড়তে ওঠা কয়েকজন শ্রমিক নামাজ শেষে ধোঁয়া দেখতে পান। তখন সাইরেন বাজানো হলে শ্রমিকরা নিরাপদে নেমে যান। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।