বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশের অংশ হিসেবে মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নে কৃষক সমাবেশ হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকায় এ কৃষক সমাবেশ হয়।
ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলাম বদরুল, ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আবিদ হোসেন মানিকের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুমেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, যুগ্ম আহবায়ক ইমাম হোসেন, লোকমান হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা মো.এনামুল হক ভূঁইয়া, তৌহিদ উদ দ্দৌজা,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মঈন উদ্দিন মাঈন, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সালমান হায়দার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর হোসেন রাকিব, ছাত্রনেতা হিমেল চৌধুরী, মোহাম্মদ ফারহাজ।
উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, খালকাটা কর্মসূচির মাধ্যমে কৃষি বিপ্লব ঘটিয়ে বাংলাদেশকে একটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিপূর্ণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় কৃষক ও মেহনতী মানুষের কল্যাণে কাজ করেছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল শ্রেণীর পেশার মানুষের জনসমর্থন আদায় আমাদের মূল লক্ষ্য। এজন্য কৃষক শ্রমিক জনতাকে সুসংগঠিত হতে হবে।