চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্লাড ট্রান্সফিউশন (রক্ত পরিসঞ্চালন) ইউনিট চালু করা হয়েছে। উপজেলা হেলথ কেয়ার ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এই ইউনিটটি চালু করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ইউনিটের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
এরপর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে আয়োজিত মিলন মেলা ও পিঠা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা চাইছি স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে।’ এসময় তিনি মিলন মেলা ও পিঠা প্রতিযোগিতা আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, সেবার পাশাপাশি বিনোদন মূলক পিঠা প্রতিযোগিতার আয়োজন সত্যিই একটা দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ার। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।
এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় ৩২টি স্টলে নানা প্রকারে ও স্বাদের পিঠা প্রদর্শনী করা হয়। প্রতিযোগিতায় প্রথম সিনিয়র স্টাফ নার্স অপু দত্ত, দ্বিতীয় স্বাস্থ্য সহকারী উম্মে সালমা এবং তৃতীয় হয়েছেন সহকারী ডেন্টাল সার্জন ডা.আয়েশা আকতার।