বোয়ালখালীতে জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভা

“তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার ” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের উদ্যেগে আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় স্থানীয় সরকারের গুরুত্ব তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মো রেজাউল করিম, প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ, জনপ্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা সুদর্শী দেওয়ান, সাংবাদিক পূজন সেন, দেবাশীষ বড়ুয়া রাজু, শিক্ষার্থী মো. আবু কাইয়ুম ও পুনম তালুকদার।

এরপর শহীদ সেনা দিবস উপলক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে ২০০৯ সালে তৎকালীন বিডিআর বিদ্রোহে নিহত সকল বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতার মধ্যে দিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়াও মোনাজাত করা হয়েছে। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।