সিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৩৪ জন আটক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন অভিযান হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত থেকে শুরু হওয়া অভিযানে নগরীর বিভিন্ন থানার পুলিশ সদস্যরা অংশ নেন। আটককৃতদের মধ্যে চান্দগাঁও থানার মো. শাহিন (২৭), মো. জব্বার (৫২) ও মো. আরমান উদ্দিন নিশাত (২০) রয়েছেন। আকবরশাহ থানায় আটক হয়েছেন ওমর মিয়া (৫৪), জালাল হোসেন আরিফ (১৯) ও মো. পারভেজ (২৮)।

এছাড়া, পতেঙ্গা মডেল থানার ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন (৩৫) ও মো. বেলাল উদ্দিন রনি (৩০), সদরঘাট থানার বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. মুসলিম উদ্দিন (৩৮), হালিশহর থানার মো. জিয়াউল হক রাজু (৪৭) এবং ইপিজেড থানার মো. ফোরকান (৪২) আটক হয়েছেন।

ডবলমুরিং থানায় আটককৃতদের মধ্যে রয়েছেন মো. শামিমুল করিম (৩৮), মো. আরিফুল ইসলাম (২৩), জাহিদুল ইসলাম (২৪), মো. জুয়েল (৪৫), মো. সাহাব উদ্দিন (৩৯) ও আবু বক্কর সিদ্দিক ওরফে তারেক (২৩)।

এছাড়া, কোতোয়ালী, বাকলিয়া, পাহাড়তলী, চকবাজার, খুলশী, পাঁচলাইশ, কর্ণফুলী, বন্দর ও বায়েজিদ বোস্তামী থানার আরও ১৮ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে কয়েকজন সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় সহিংস ঘটনায় জড়িত ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে।

সিএমপির বিশেষ এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।