বোয়ালখালীতে খেলাঘর’র আলোর মিছিল

বোয়ালখালীতে খেলাঘর'র আলোর মিছিল

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস স্মরণে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা “খেলাঘর” সদস্যদের উদ্যেগে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে শেষ হয়। সেখানে প্রদীপ প্রজ্জলন করে খেলাঘরের সদস্যরা।

এসময় আমি কে তুমি কে, আছিয়া আছিয়া, শিশু হত্যা, শিশু নির্যাতন বন্ধ কর, করতে হবে, গাজায় শিশু মরে, জাতিসংঘ কি করে সহ বিভিন্ন শ্লোগান দেয় শিশুরা।

সংগঠনের বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক কানাই দাশ, বাংলাদেশ কৃষক সমিতি বোয়ালখালী উপজেলার সভাপতি সেহাব উদ্দিন সাইফু,বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বোয়ালখালী উপজেলার সভাপতি শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,শিক্ষক নেতা আমির হোসেন, ছাত্রনেতা সাজ্জাদ হোসেন, খেলাঘর সংগঠক যুথিকা দে, জান্নাতুল ফেরদৌস, রাজিয়া সুলতানা, প্রজ্ঞা বড়ুয়া প্রমুখ ।

বক্তারা বলেন, আজ ২৫ শে মার্চ, জাতীয় গণহত্যা দিবস। মানবসভ্যতার ইতিহাসে এটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে বর্বরোচিত গণহত্যা চালানোর এক ভয়াল স্মৃতির কালরাত এ ২৫ শে মার্চ। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তান সেনাবাহিনীর হাতে রচিত হয়েছিল বিশ্বের নৃশংসতম গণহত্যার এক কালো অধ্যায়। কুখ্যাত ‘অপারেশন সার্চলাইটে’র নামে মুক্তিকামী বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন শুরু হয় এই রাতে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রাক্কালের এই গণহত্যার দিনটিকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে স্মরণ করে আসছে জাতি।