হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনের আনোয়ারা শাখার অর্থ সম্পাদক আবু হানিফা নোমানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) আনোয়ারা বখতিয়ার পাড়া তরতীলুল কুরআন মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিতটি সম্পন্ন হয়।
মাওলানা মোহাম্মদ নুর আনোয়ারীর সভাপতিত্বে মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এরফান হালিম, মাওলানা মো: তৈয়ব, মাওলানা মোকাদ্দেস হোসেন তুরাবী, মাওলানা আমির হোসেন, মাওলানা সেলিম মাহাদী, নুরুল আলম, এয়াকুব আবদুল্লাহ, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা মো. ফোরকান,ও মাওলানা মো: নুর আনোয়ারীসহ আনোয়ারা শাখার হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, শাপলার খুনিদের কোনো ক্ষমা নেই। শাহবাগে ইমরান এইচ সরকারসহ যারা এই গণহত্যায় সমর্থন যুগিয়েছিল এবং আওয়ামী ফ্যাসিবাদ কয়েমের বৈধতা তৈরি করেছিল, তাদেরও বিচার করতে হবে এই ওলি-আউলিয়ার পুণ্যভূমিতে।
বক্তারা আরো বলেন, আমরা নাস্তিক-মুরতাদদের সতর্ক করে বলতে চাই, আল্লাহ ও রাসূল সা-কে গালি দিয়ে বাংলার মাটিতে থাকা যাবে না। তৌহিদি জনতা জেগে উঠলে তারা পালানোর জায়গা পাবে না। এদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।