বোয়ালখালীতে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে সারোয়াতলী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে শুরু হয়েছে।

বুধবার (৫ মার্চ) এ উপলক্ষে সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের উৎসব অঙ্গনে তিন দিন ব্যাপী আয়োজিত ধর্মসভা, সংবর্ধনা, সংগীতাঞ্জলি ও অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্ম তথ্যবিদ ও সমাজ চিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।

উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী ঝুন্টু চৌধুরীর সভাপতিত্বে এবং বাসুদেব চৌধুরী ও রয়েল বোসের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, বাবু রতনরক্ষিত, প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, স্বামী উপব্রহ্ম মহারাজ, শ্রী দিলীপ কুমার মল্লিক ও শ্রী মিল্টন চৌধুরী।

এদিন রাত ১০টায় বেতার ও টেলিভিশন শিল্পীদের পরিবেশনায় ভক্তিমূলক সংগীতাঞ্জলি পরিবেশিত হয়। এরপর ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।আগামী শুক্রবার (৭ মার্চ) মহাসমারোহে সম্পন্ন হবে।