চট্টগ্রামের বোয়ালখালীতে কৃষক ব্যবসা স্কুল (এফবিএস)-এর মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে সারোয়াতলি ইউনিয়নের মধ্য বিদগ্রাম এলাকায় ২০২৪-২৫ অর্থবছরের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি)-এর আওতায় উচ্চমূল্য ফসল উৎপাদন করার লক্ষ্য কৃষি ব্যবসা স্কুলের মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আতিক উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন, মো. খালেদ ও কৃষক রতন চৌধুরী।উপজেলা কৃষি অফিসার মো. আতিক উল্লাহ বলেন, উৎপাদিত পণ্য অধিক মূল্যে বিক্রয় করে কৃষকরা যাতে লাভবান হয়, তার জন্য কৃষক ব্যবসা স্কুলের মাধ্যমে ৩ মাসব্যাপী কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়েছে।
প্রত্যেকটি ব্লকে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে রয়েছেন।অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৩ জন কৃষককে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।