চলছে রমজান মাস। এ সময় ইফতারের অন্যতম অনুষঙ্গ রসালো ফল তরমুজের শরবত দিয়ে অনেকেই রোজা ভাঙেন। ইফতারের খাদ্যতালিকায় অনেকে তরমুজের মতো রসালো ফল রাখতে চান। শীতের আমেজ শেষে গরম পড়তে শুরু করেছে। সব মিলিয়ে রমজানের প্রাক্কালে তরমুজের দেখা মিললেও হাঁকডাক বাড়ছে তরমুজ বেচাকেনায় ।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে,গত এক সপ্তাহ ধরে বাজারে আগাম তরমুজ আসতে শুরু করেছে। বড়, ছোট ও মাঝারি সাইজের তরমুজ বিক্রি হচ্ছে প্রতি পিচ ১০০- ৩০০ টাকায়। এসময় কেউ কেউ দরদাম করে তরমুজ নিচ্ছেন আবার অনেকে দাম শুনে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তবে খুচরা বিক্রেতারা জানিয়েছেন, এখনো তরমুজের বাজার জমে ওঠেনি।
তারা বলেন, বর্তমানে বাজারে যে তরমুজগুলো দেখা যাচ্ছে, তা নোয়াখালী, বরিশাল, ভোলা, পটুয়াখালী থেকে আসছে। চট্টগ্রাম অঞ্চলের স্বল্প কিছু তরমুজ বাজারে আসলেও খুলনা অঞ্চলের তরমুজ এখনো বাজারে আসতে শুরু করেনি। তাই দাম একটু চড়া। মৌসুম পুরোপুরি শুরু হলে দাম অনেকটা কমবে এমনটা বলছেন তারা।
তরমুজের আবাদ শুরু হয় সাধারণত ডিসেম্বর মাসে। এপ্রিল-মে মাসজুড়ে থাকে তরমুজের ভরা মৌসুম। তবে ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে কিছু আগাম ( আবাদ করা) তরমুজ বাজারে আসে। বর্তমানে বাজারে এ ধরনের আগাম তরমুজই বিক্রি হচ্ছে। তাই দাম একটু বেশি বলে জানান অনেকেই।