বোয়ালখালীতে ভ্রাম্যমাণ বাসেই চলছে তরুণ তরুণীদের প্রশিক্ষণ

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ বাসেই চলছে তরুণ তরুণীদের প্রশিক্ষণ

বোয়ালখালীতে বেকার তরুণ তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর।

শনিবার ০১ মার্চ) সকালে উপজেলার বিআরডিবি প্রশিক্ষণ হলরুম চত্বরে এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ। তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন, প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) জহির উদ্দিন ভুঁইয়া, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, মোছলেম উদ্দিন ও মাদুল বড়ুয়া।

উপজেলা যুব উন্নয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, যুব উন্নয়নের অধীন টেকনোলজি ইমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব) নামে একটি প্রকল্পের মাধ্যমে প্রত্যেক জেলা ও উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ বাসে করে কম্পিউটার প্রশিক্ষণ চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীন উপজেলার ৪০ জন শিক্ষার্থীকে ভ্রাম্যমাণ বাসে দুই মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। ১ মার্চ থেকে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। ভ্রাম্যমাণ বাসে দুইজন প্রশিক্ষক রয়েছে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে।

মো. মামুন বলেন, অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের এমএস অফিস, গ্রাফিক্স ডিজাইন, ইন্টারনেট আউটসাইডসহ নানা ধরনের প্রোগ্রাম শেখানো হবে। প্রশিক্ষণ শেষে যাতায়াত ভাতাসহ বিভিন্ন উপকরণ ও সার্টিফিকেট দেওয়া হবে। এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্তরা এ সনদ দেখিয়ে ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ গ্রহণ করে গ্রামের অবহেলিত যুবসমাজের বেকার সমস্যা দূরসহ ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।

দেখা গেছে, এসি বাসের ভেতরে আসনের সামনে একটি করে রয়েছে কম্পিউটার। সেই কম্পিউটারে বসেই তরুণ তরুণীরা নিচ্ছেন প্রশিক্ষণ।
প্রশিক্ষনার্থী রায়হানুল কালাম ও পুনম বড়ুয়া বলেন, যুব উন্নয়নের অফিসে এমন উদ্যোগে বেশ খুশি আমরা। বিনা পয়সায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে আমাদের সার্টিফিকেট, যাতায়াত ভাতাসহ বিভিন্ন উপকরণ দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ হবে।