মিরসরাইয়ে দুর্যোগ প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি র‍্যালী

মিরসরাইয়ে দুর্যোগ প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি র‍্যালী

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি মূলক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বুধবার (১২ মার্চ) বেলা ১২ টায় উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা ডেপুটি টীম লিডার ও মায়ানী ইউনিয়ন টীম লিডার নুর হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেক, শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও নম্বর ইউনিটের টীম লিডার ইউনুস মো. ইউনুস।

এসময় উপস্থিত ছিলেন, ১ নম্বর ইউনিটের টীম লিডার একে এম শামসুল হুদা খানসান, ২ নম্বর ইউনিটের টীম লিডার নুর হোসেন, ৩ নম্বর ইউনিটের টীম লিডার মেহেদী হাসান, ৪ নম্বর ইউনিটের টীম লিডার ফজলুল ইসলাম, ৭ নম্বর ইউনিটের টীম লিডার আইনুল কবির প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমাদের এই এলাকা ঘূর্ণিঝড় প্রবণ এলাকা। সে হিসেবে সাইক্লোন ও জলোচ্ছ্বাসের দুর্যোগ মূহুর্তে যখন জনগণ দিকবিদিক ছোটাছুটি করে ঠিক সেই মূহুর্তে আমাদের এই সিপিপির সদস্যরা আত্মমানবতায় নিজের জীবন বাজি রেখে মানুষের জান মাল ক্ষয়ক্ষতি রোদে ঝাপিয়ে পড়ে। এছাড়া দুর্যোগের আগে তারা প্রচার প্রচারণার মাধ্যমে পূর্বাভাস দিয়ে মানুষকে সহায়তা করার চেষ্টা করে। এবং তাদের নিরাপদ আশ্রয় ও উদ্ধার কার্যক্রম ও পরবর্তী পূর্নবাসনে সহায়তা করে থাকে সিপিপি। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের কিছু লজিস্টিক সাপোর্টে স্বেচ্ছাসেবায় কাজ করছে সিপিপি।