চট্টগ্রামে রমজানের প্রথম দিনেই সরগরম ইফতারির বাজার। নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে দুপুরের পর থেকেই বসেছে ইফতারির পসরা। চট্টগ্রাম নগরীর বিভিন্ন নামী-দামী হোটেল-রেস্তোরাঁগুলোর সামনেও শামিয়ানা টানিয়ে নানা পদের ইফতার বিক্রি করছেন বিক্রেতারা। চারদিকে ক্রেতা-বিক্রেতাদের হইহুল্লোড়, হাঁকডাক আর আনন্দ-উচ্ছাস।
সাধারণ ক্রয়ক্ষমতার ক্রেতারা জিলাপি, বাখরখানি, পেঁয়াজু, আলুর চপ, ডিমের চপ, ছনা বুট, বেগুনি, সবজির পাকুড়া, বুন্দিয়া ফিরনি কিনছেন। অভিজাত ক্রেতারা কিনছেন চিকেন টিক্কা, চিকেন ফ্রাই, চিকেন রোস্ট, কাবাব, রেশমি কাবাব, রোল, বিফ চাপ, বিফ বটি বারবিকিউ, ফিশ গ্রিল, হালিম, বিরিয়ানি ও তেহারির মতো মুখরোচক খাবার।
নগরীর আন্দরকিল্লায় ইফতার কিনতে আসা জহির উদ্দিন বলেন, ‘বাসায়ও আমাদের একাধিক পদের ইফতারি বানানো হয়। এরপরও আমি বাইরে থেকে ইফতার কিনতে আসি। হেঁটে হেঁটে দেখে শুনে ইফতার কিনতে আনন্দ লাগে। ইফতারের বাহারী আয়োজনই যেন রোজার সৌন্দর্য।
লালখান বাজার মোড়ে ইফতার কিনতে আসেন সাজ্জাদ হোসাইন। তিনি বলেন, অফিসের জন্য ইফতার কিনতে বের হয়েছি। প্রতিবছরই এখান থেকে ইফতার কেনা হয়।
এদিকে দুপুরের পর থেকে উপচে পড়া ভিড় লক্ষ করা যায় এনায়েন বাজারের বিখ্যাত রয়েল বাংলা সুইট হাউজে। দূরদূরান্ত থেকে রোজাদাররা এসে এখান থেকে ইফতার কেনেন। জিলাপি ও হালিমের জন্য এ রেস্তোরাটি বিখ্যাত হলেও এখানে বিক্রি হচ্ছে চপ, কাটলেট, সমুচা, লাচ্ছা সেমাই, কোপ্তা, হালুয়াসহ অন্যান্য ইফতারিও।