চট্টগ্রামের মিরসরাইয়ে তিনটি ইউনিয়নের হেফজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দারুন নাজাত মহিলা মাদ্রাসার পুরুষ শাখার উদ্যোগে প্রথমবারের মতো কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ১০টায় শুরু হওয়া এ প্রতিযোগিতায় ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন, ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন এবং ১৬ নম্বর শাহেরখালী ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার মোট ৪৭ জন ছাত্র অংশগ্রহণ করে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন দারুন নাজাত মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. শোয়াইব। সভাপতির দায়িত্ব পালন করেন মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া। বিচারকের দায়িত্বে ছিলেন ওয়ারলেস দারুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মঈন উদ্দিন এবং বারইয়ারহাট হেফজুল কুরআন একাডেমির সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মো. শরিফুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।
দারুন নাজাত মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, উপজেলা পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতা হলেও বৃহত্তর জনপদ আবুতোরাবে এটাই প্রথম। আমরা প্রাথমিকভাবে পার্শ্ববর্তী ৩ ইউনিয়ন নিয়ে শুরু করলেও এটা নিয়ে সুদূরপ্রসারী চিন্তা রয়েছে। আমরা পর্যায়ক্রমে আরো বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করব।
কুরআন প্রতিযোগিতায় দারুন নাজাত মহিলা মাদ্রাসার সহ-সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন ও সূরা কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম ভূ্ঁইয়া, আলহাজ্ব সিরাজুল ইসলাম ভূ্ঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতাটি হেফজ (৫ পারা) গ্রুপ ও নাজেরা (সম্পূর্ণ কুরআন) গ্রুপ দুটি বিভাগে বিভক্ত ছিল। হেফজ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন, দ্বিতীয় স্থান মোহাম্মদ মুশফেকুর রহমান এবং তৃতীয় স্থান মোহাম্মদ রিফাতুল ইসলাম। অন্যদিকে, নাজেরা সম্পূর্ণ কুরআন গ্রুপে প্রথম স্থান অধিকার করেন মো. নোকীব সিদ্দিকী, দ্বিতীয় স্থান মো. আসলাম উদ্দিন এবং তৃতীয় স্থান মুস্তাফিজুর রহমান। বিজয়ীদের নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র ও অতিথিদের জন্য ইফতারের আয়োজন করা হয়। দারুন নাজাত মহিলা মাদ্রাসার পক্ষ থেকে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।