সারা দেশের মত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হাটহাজারীতেও বিভিন্ন দাবীতে বিদ্যুৎ শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছে।
বুধবার (২১ মে) সকালের দিকে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং:- বি১৮৮৬ হাটহাজারী শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
হাটহাজারী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.নজরুল ইসলাম সহ-সভাপতি উত্তর দক্ষিণ চট্টগ্রাম মোঃ হুমায়ুন কবির, সহ সভাপতি উত্তর দক্ষিণ চট্টগ্রাম। মিটার পাটক ঐক্য পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ ছালে জহুর সেলিম।
এসময় সমাবেশে কেন্দ্রীয় কর্মসূচীর ৫ দফা দাবীগুলো উপস্থাপন করা হয়। দাবীগুলো নিম্নরুপ, ঈদুল আযহার পূর্বে এপিএ (APA) বোনাস এবং অপেক্ষমান ওটি ওটি এ বিল পরিশোধ করতে হবে, ছুটি নগদায়ন পূর্বের ন্যায় চালু করতে হবে। ফ্যসিবাদের দোসর দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। ২০ মার্চ ২০২৫ইং বিদ্যুৎ ভবনে অত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা ও মিথ্যা মামলাকারী বিদ্যুৎ শ্রমিকলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শ্রমিক দলের সংগঠন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং-বি-১৮৮৬ কে সাংগঠনিক ভাবে দুর্বল করার জন্য নেতাকর্মীদের হয়রানি মূলক বদলী বন্ধ ও বাতিল করতে হবে। কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে সার্ভিস রুল বহির্ভূত ৩, ৫ ও ৯ বছরের বার বাতিল করতে হবে। সরকারের নির্দেশমতো অবিলম্বে সকল শূন্য পদে নিয়োগ দিতে হবে। মৃত কর্মকর্তা/কর্মচারীর পোষ্য সহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগকৃত সকল কাজ নাই মজুরী নাই, দৈনিক মজুরী, আর এফ কিউ, পিসরেট কর্মচারীদের স্থায়ী নিয়োগ দিতে হবে। এসময় উপস্থিত বক্তারা আরো বলেন, পিচ্ রেইট মিটার পাঠকরা সবচেয়ে বেশী বৈশম্যের শিকার হচ্ছে।
মো.লোকমানের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে পিচ রেইট মিটার পাঠক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ নাঈম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ, অর্থ সম্পাদক আব্দুল মালেক সুমন, লাইনম্যান সাহায্যকারী, মিটার পাঠক বৃন্দ ও সিনিয়র স্টাফবৃন্দরা উপস্থিত ছিলেন।