গাজীটোলা ডেস্ট্রয়ারের গৌরবময় জয়

গাজীটোলা প্রিমিয়ার লীগ (জিপিএল) সিজন-৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট আয়োজনে। ফাইনালে মুখোমুখি হয় কাউসার উদ্দিন বাবুর মালিকানাধীন গাজীটোলা ডেস্ট্রয়ার এবং মাঈন উদ্দিন টিপুর মালিকানাধীন জেমকন গাজীটোলা। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে গাজীটোলা ডেস্ট্রয়ার ৬ উইকেটের ব্যবধানে জয়লাভ করে এবারের আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস মিরসরাই উপজেলার সভাপতি ও ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মেশকাত হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আলাউদ্দিন, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন এবং ৩ নং ওয়ার্ড গাজীটোলার সাবেক মেম্বার গিয়াস উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ নং মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিন, ১৩ নং মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন তৌহিদ, ১১ নং ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, ১১ নং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, ১১ নং ইউনিয়ন যুবদলের সদস্য জাহিদুল আলম, বিএনপি নেতা নুরছাপা এবং ১১ নং মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের কারা নির্যাতিত ছাত্রনেতা সাহেদুল ইসলাম।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দল গাজীটোলা ডেস্ট্রয়ারকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়। আয়োজক কমিটি ও অতিথিরা দুই দলের খেলোয়াড়দের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজনের আশা প্রকাশ করেন। গাজীটোলা প্রিমিয়ার লীগ এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলছে।