হাটহাজারীতে মাদকসহ মো.সালাউদ্দীন (৪৫) নামের এক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস।
বৃহস্পতিবার (২২ মে) সকালের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (হাটহাজারী) কর্তৃপক্ষ এ প্রতিবেদক কে গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার দিবাগত রাত প্রায় সাড়ে আটটার টার দিকে পৌরসভার ৬নং ওয়াডস্থ বাচন আলী চৌধুরী বাড়ির নিজ ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী সালাউদ্দিন ওই বাড়ির কামাল উদ্দিনের পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের (হাটহাজারী) সদসরা উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এসময় তার হেফাজতে থাকা ১১৬ পিচ ইয়াবা ট্যাবলেট (মাদক) উদ্ধার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদক সেবনকারীদের নিকট মাদকদ্রব্য বিক্রয় করে আসছিলো।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের উপপরিদর্শক মো.মঞ্জুরুল হক বৃহস্পতিবার বিকালের দিকে এ প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সম্পর্কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল রাতেই তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা নাজমুল হাসান জানান,গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালের দিকে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।