বোয়ালখালীতে জাতীয় ভোটার দিবস উদযাপন

বোয়ালখালীতে জাতীয় ভোটার দিবস উদযাপন

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালখালীতে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। গতকাল রবিবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ সভাপতিত্বে এই র‌্যালিতে অংশ নেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ, নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সহকারী নির্বাচন কর্মকর্তা মো. মিজানূর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা প্রবীর চৌধুরী, রঞ্জন ভট্টাচার্য, শিক্ষক নুরুল আখতার ও বিধান মোহরের, রোভার স্কাউটসের সদস্যরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।