চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্টপুরা রমনি মোহন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির নবনির্বাচিত সভাপতি মো. নুরুন্নবী চৌধুরী।
কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষের সঞ্চালনায় বিদ্যালয়ের সমস্যা, সম্ভাবনা ও শিক্ষার মান উন্নয়ন এবং বিদ্যালয়ের উন্নয়নমুখি পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন, শিক্ষক প্রতিনিধি অভি তালুকদার, অভিভাবক প্রতিনিধি মো. মনছুর আলম, শিক্ষক সুজন বড়ুয়া, মো. ইছাক চৌধুরী, স্বরাজ গাঙ্গুলি ও বিনিতা বড়ুয়া। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারিগন উপস্থিত থেকে নবগঠিত এডহক কমিটির সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দদের পুষ্পস্তবক দিয়ে বরণ করেন।