চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্টপুরা রমনি মোহন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ও শ্রীপুর বুড়া মসজিদের মতোওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী।
জ্যৈষ্ঠপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরন্নবী চৌধুরী মঙ্গলবার (১৮ মার্চ) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক পত্রে বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য নুরুন্নবী চৌধুরীকে সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট এ এডহক কমিটির অনুমোদন দিয়েছেন।
এ কমিটিতে শিক্ষক প্রতিনিধি অভি তালুকদার, অভিভাবক প্রতিনিধি মো. মনচুর আলম ও সদস্য সচিব (পদাধিকার বলে) বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মনোনীত করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি নুরুন্নবী চৌধুরী বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিদ্যালয়ের উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবো, এজন্য আমি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক মন্ডলীসহ স্থানীয় সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।