জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং মস্তান নগর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) মস্তাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আয়োজন সম্পন্ন হয়।

ওয়ার্ড বিএনপি নেতা নিজাম উদ্দিন সওদাগরের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন সোহাগের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ও ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুর রহমান চৌধুরী নসু।

ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বিএনপির চলমান রাজনীতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। মাহফিলে মিরসরাই উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক সালমান বিন বাশার, ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদ কন্টাক্টর, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা মোতাহার হোসেন রানা, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক নুর হোসেন মুন্না, যুবদল নেতা মোশাররফ হোসেন, মিরসরাই উপজেলা জাসাস নেতা আবদুল মোতালেব, ছাত্রদল নেতা নুর উদ্দিন রাজু, পারভেজ আলম, ইকবাল এইচ ইমন, ফখরুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপি নেতারা দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। মাহফিলে বক্তারা রমজানের গুরুত্ব ও রাজনীতিতে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।