মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম শহরের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবুল কাশেম উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা এলাকার মৃত হাজী মনির আহম্মদের ছেলে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেমের বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। একইদিন তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।