বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মিরসরাই উপজেলার ১ নং থেকে ১৬ নং ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) মিরসরাই সদরের স্কুল মার্কেটে সাংগঠনিক কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা কৃষক দলের আহবায়ক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু দাউদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি, মিরসরাই পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন সহ নেতৃবৃন্দ।
উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী ২৪ মার্চ সোমবার ইফতার মাহফিল সফল করার লক্ষে এবং সর্বোচ্চ সংখ্যক উপস্থিতিকে প্রাধ্যান্য দিয়ে ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে উপজেলা নেতৃবৃন্দ একমত পোষণ করেন।