বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রামের মিরসরাই উপজেলা, পৌর শাখা ও বারইয়ারহাট পৌর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার ( ২৪ মার্চ) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত তিনটি ইউনিটের আহবায়ক কমিটি অনুমোদন দেন।
পৌর বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব কামরুল হাসান লিটনের কার্যালয়ে হামলায় আহত হয়েছেন ৪ জন। আহতরা হলেন, রাশেদ, সোহাগ, শাকিল আহদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে পাঠানো হয়েছে। কাটাছরায় হামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদ, যুবদল নেতা কামরুল সহ ৫ জন আহত হয়েছে।
বারইয়ারহাট পৌর কমিটিতে মঈন উদ্দিন লিটনকে আহবায়ক ও জসিম উদ্দিন কমিশনারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ও মিরসরাই পৌর কমিটিতে জামশেদ আলম কমিশনারকে আহবায়ক ও কামরুল হাসান লিটনকে সদস্য সচিব করে ৫৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার সব ওয়ার্ড ও ইউনিয়ন এবং পৌর কমিটি বাতিল করা হয়েছে। এছাড়া আগামী ৪৫ দিনের মধ্যে প্রতিটি ইউনিটে আহবায়ক কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।
মিরসরাই উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী বলেন, ‘আমি ছাত্র জীবন থেকে জাতীয়তাবাদী দলের রাজনীতিতে নিজেকে নিয়োজিত রেখেছি। দীর্ঘদিন লড়াই সংগ্রামে দলের দুঃসময়ে নিবিড়ভাবে বিএনপির রাজনীতির পাশে থেকে জনগণের কল্যাণে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করেছি। দল আমাকে যোগ্য মনে করে এত বড় দায়িত্ব দিয়েছেন। আমি যথাযথভাবে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো।