মিরসরাই উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফ, দাউদ সদস্য সচিব

উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মিরসরাই উপজেলার আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিনকে আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পদক আবু দাউদকে সদস্য সচিব মনোনিত করা হয়।

মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম বদরুল, সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন এবং সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আনোয়ার হোসেন উজ্জল স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করেন। নতুন আহবায়ক, সদস্য সচিবের নেতৃত্বে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

নবগঠিত কমিটির আহবায়ক আশরাফ উদ্দিন বলেন, সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে আগামী কিছুদিনের মধ্যে নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পুর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হবে।