মিরসরাইয়ের মঘাদিয়ায় বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন

কেন্দ্র ঘোষিত সদস্য নবায়ন কর্মসূচির অংশ হিসেবে মিরসরাইয়ের ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মঘাদিয়া ইউনিয়ন বিএনপির এ সদস্য নবায়ন কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: আলাউদ্দিন। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদল নেতা রাজিব হায়দার চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক কাউসার উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। উদ্বোধক ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এম মাঈন উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান এবং উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাসাস মিরসরাই উপজেলার সভাপতি মেশকাত হোসেন চৌধুরী মির্জা, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. নুরুল করিম এরফান, উপজেলা বিএনপির সদস্য দিদারুল আলম মেম্বার, ৭ নং ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল আলম, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এবং ১১ নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ নুর খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ নং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম বাবলু, জাসাস ১১ নং শাখার সভাপতি রিয়াজ মাহমুদ এবং সাধারণ সম্পাদক মামুন হোসেন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।