মঘাদিয়া ৪ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল

মঘাদিয়া ৪ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল

পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছে মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি। রোববার (২৩ মার্চ) কচুয়া মোসলেমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে দেশ ও জাতীর জন্য দোয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়াও এ আয়োজনের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়।

৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে ও মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুনের সঞ্চালণায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আলাউদ্দিন। এসময় বিএনপির সদস্য নবায়ন ফরমের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা জাসাসের সহ সভাপতি ও মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. আলমগীর।

ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের আইন বিষয়ক উপদেষ্টা এডভোকেট ফেরদৌস কবির চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রদল নেতা ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বাকাউল্লাহ চৌধুরী ইরান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য ও মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক দিদারুল আলম চৌধুরী, উপজেলা যুবদল নেতা আজাদ হায়দার চৌধুরী রাজিব, মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল্লাহ, সহ সভাপতি মো. বাবুল, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য মামুন।

এসময় উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ডাক্তার সোলেমান, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সম্পাদক রেজাউল করিম, সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম মনাই, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ নূর খান, ছাত্রদল নেতা সাজ্জাদ হৃদয়, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সিনিয়র সহ সভাপতি (প্রস্তাবিত) মোঃ এছাক মিয়া প্রকাশ খানসাব, ৪ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি নুরুল আবচার, ৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য নুরুন নবী প্রকাশ কালা, ৪ নং ওয়ার্ড বিএনপি নেতা তাজুল ইসলাম খানসাব, সদস্য মো. আলমগীর, সদস্য নুরের জামা, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য তারেক হোসেনসহ ছাত্রদল যুবদল ও অন্যান্য অঙ্গ ও সহযোহী সংগঠনের নেতাকর্মীরা সহ আরো অনেকেই।

সর্বশেষ