‘আল্লামা মুফতি আবদুর রহীম আলকাদেরী (রহ.) এলমে ত্বরিকত চর্চায় ছিলেন অনন্য দৃষ্টান্ত’

‘আল্লামা মুফতি আবদুর রহীম আলকাদেরী (রহ.) এলমে ত্বরিকত চর্চায় ছিলেন অনন্য দৃষ্টান্ত। তিনি ঐশি জ্ঞানের সমুজ্জ্বল মুকুট হিসেবে দুনিয়া আখিরাতে কামিয়াবির লক্ষ্যে মুরীদ ভক্ত আশেকীনদের মাঝে আল্লাহ ও তাঁর রাসুলের (দ.) প্রেম শিক্ষা দিতেন। যেমন সিয়াম সাধনাও আল্লাহ ও তাঁর রাসুলের (দ.) সন্তুষ্টি অর্জনের একটি অংশ।’

বুধবার (১২মার্চ) চট্টগ্রামের বোয়ালখালীতে শাহ মাবুদিয়া দরবার শরীফের উদ্যোগ মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত পীর আল্লামা অধ্যক্ষ মূফতি মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী (রহ.) ‘র স্মরণ সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

দরবারের শাহজাদা আল্লামা আবদুল করিম আলকাদেরীর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা সৈয়দ মোহাম্মদ আবদুর রকিব রাহাত আলকাদেরী (মা.জি. আ.) এর ব্যবস্থাপনায় মাহফিলে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আল্লামা মোহাম্মদ সৈয়দুল হক আনছারী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল আলম, নিকাহ্ রেজিস্ট্রার ও সাংবাদিক কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরী, মাওলানা আবদুল কুদ্দুস আলকাদেরী, মাওলানা আলহাজ্ব মাহবুবুল আলম কাদেরী, মাওলানা নুরুল ইসলাম রহিমী, মাওলানা নজির আহমদ, মাষ্টার ছাবের আহমদ, মাওলানা ইমাম উদ্দিন রহিমী, মাওলানা রুহুল আমিন রহিমী, মোহাম্মদ ইউনুচ কাদেরী প্রমূখ।

এতে কিয়াম মিলাদ পরিচালনা করেন দরবার শাহ মাবুদিয়া রহিমীয়ার ছোট ছাহেবজাদা সৈয়দ মোহাম্মদ আবদুল ওয়াহেদ শিহাব কাদেরী।