চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে চার জনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ মার্চ) বিকেলে পৌরসভার মুরাদ মুন্সির হাটে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।
এসময় অনুমোদন বিহীন সয়াবিন তেল বোতলজাত করে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় বাচা মিয়া স্টোরকে ১০ হাজার টাকা ও বশর স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে একই সময় উপজেলার চরণদ্বীপ ও কালুরঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
এসময় অনুমোদন বিহীন পুকুর ভরাট করায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী আবুল কালাম মেম্বার কে ১০ হাজার টাকা ও দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ শাহজালাল সুপার স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।