বোয়ালখালীতে পৃথক অভিযানে চার জনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে চার জনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ মার্চ) বিকেলে পৌরসভার মুরাদ মুন্সির হাটে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।

এসময় অনুমোদন বিহীন সয়াবিন তেল বোতলজাত করে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় বাচা মিয়া স্টোরকে ১০ হাজার টাকা ও বশর স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে একই সময় উপজেলার চরণদ্বীপ ও কালুরঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

এসময় অনুমোদন বিহীন পুকুর ভরাট করায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী আবুল কালাম মেম্বার কে ১০ হাজার টাকা ও দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ শাহজালাল সুপার স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।